বিদ্যুত সংযোগ এর সময়সীমা বৃদ্ধির আবেদন
(Downloads - 36)
Description
বরাবর,
সহকারী মহাব্যবস্থাপক,
রামপাল সাব জোনাল অফিস,
বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতি,
বিষয় ঃ- বেঙ্গঁল গ্যাস লিঃ এর সাময়িক বিদ্যুত সংযোগ এর সময়সীমা বৃদ্ধির আবেদন।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানান যাচ্ছে যে, বেঙ্গঁল গ্যাস লিঃ এর অবকাঠামো নির্মাণ কাজের জন্য আপনার দপ্তর হতে গত জুন ২০১৮ মাসে ০৬(ছয়) মাসের জন্য সাময়িক বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। বর্তমানে উক্ত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০১৭ অতিক্রান্ত হয়েছে। কিন্তু প্রতিকুল আবহাওয়ার কারনে নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভবপর হয়নি।
এমতাবস্থায় সাময়িক বিদ্যুত সংযোগ-এর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বর্ধিত করনের জন্য বিনীত অনুরোধ করা হলো। উল্লেখ্য উল্লেখিত সময়ের মধ্যে স্থায়ী সংযোগের নিমিত্তে ডিম্যান্ড নোটের অর্থ জমা প্রদান পূর্বক স্থায়ী সংযোগ গ্রহন করা হবে।
তারিখ ঃ ১৯/১২/২০১৭ইং আপনার বিশ^স্ত
(মোঃ মান্নান)
প্রজেক্ট ম্যানেজার
বেঙ্গঁল গ্যাস লিমিটেড
মোংলা, বাগেরহাট
মোবাঃ ০১৭১২-২০০৩৩৯
ই-মেইল ঃ ধনফঁষ.সধহহধহ@মসধরষ.পড়স
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.