বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র
(Downloads - 1012)
Description
বরাবর,
মহাব্যবস্থাপক,
এসকেএস এলপিজি
মোংলা, বাগেরহাট
বিষয় ঃ বেতন বৃদ্ধির জন্য আবেদন।
জনাব,
যথা বিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আব্দুল জলিজ সরদার সিলিন্ডার হ্যান্ডলিং অপারেটর (লোডার) হিসাবে গত এক বৎসর যাবত অত্র প্ল্যান্টে কাজ করে আসছি। চাকুরীতে যোগদান কালিন সময়ে আমার মূল বেতন ৪,৭২৫/- টাকা সর্ব সাকুল্যে ১০,০০০/- টাকা ধার্য করে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করেন। বর্তমানে আমি ফিলিং সেকশনে যে কোন পয়েন্টে কাজ করতে সক্ষম। বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারণে এই সামান্য বেতন দ্বারা সংসারের ব্যয় ভার বহন করে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করা খুবই কষ্টদায়ক। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে আমার বেতন বৃদ্ধি করার জন্য সবিনয় আবেদন করছি।
অতএব ভবদীয় হুজুর সমীপে সানুনয় প্রার্থনা যে, দয়া করে আমার বেতন বৃদ্ধি করার পক্ষে হুজুরের মর্জি কামনা করছি।
তারিখ ঃ………………… ইং। বিনীত নিবেদক,
আব্দুল জলিজ
এস, কে, এস, এলপিজি
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.