রাস্তা প্রদানের আবেদন
(Downloads - 124)
Description
চেয়ারম্যান,
মোংলা বন্দর কর্তৃপক্ষ
মোংলা, বাগেরহাট।
বিষয় ঃ রাস্তা প্রদানের জন্য আবেদন।
মহোদয়,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে চাকুরীরত কিছু কর্মচারী/কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব আব্যশিক ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী না থাকয় দিগরাজ ও বুড়ীর ডাংঙ্গা এলাকায়, মংলা বন্দরের সীমানা সংলগ্ন স্থানে জমি ক্রয় করে বসবাস করে আসছি। এছাড়াও অন্যান্য পেশাজিবি বেশ কিছু মানুষ ও আমাদের সাথে একই ভাবে বসবাস করে আসছে। এই ভাবে দিগরাজ সরকারী পুকুর পাড় হতে মংলা বন্দরের মাধবী আবাসিক এলাকা পর্যন্ত গুচ্ছ গ্রাম গড়ে উঠেছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় যে এখানে যাতাযাতের জন্য কোন রাস্তা নাই। মংলা বন্দর কর্তৃপক্ষ এর জমির উপর দিয়ে যাতায়াতের জন্য অস্থায়ী রাস্তা তৈরী করা হয়েছে। ইহাই যাতাযাতের জন্য একমাত্র অবলম্বন।
অতএব মহোদয় সমীপে আকুল আবেদন যাহাতে এই অসহায় লোক গুলোর যাতাযাতের একমাত্র অবলম্বন পতটি স্থায়ী করার অনুমতি প্রদানের জন্য আপনার মহানুভবতার নিকট বিশেষ ভাবে প্রার্থনা করছি।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত
অসহায় গ্রাম বাসি
অনুলিপি
১। বাগেরহাট জেলা প্রশাসক
নাম ঃ স্বাক্ষর
১।
২।
৩।
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.